শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ হরিনগর গ্রামের আব্দুল সবুর মৌলবির পুত্র জাকির হোসেনের নেতৃত্বে ৩ই জুন ২০২৪ তারিখে রাত অনুমান ১০টার সময় জাকিরের নেতৃত্বে ২০/২৫জন লিভার নিয়ে হরিনগর বাজার বাথরুমের পাশে বাজারের পানি সরবরাহের ড্রেনের উপড়ে দূর্গা উৎসবের যায়গায় ১৫-২০ হাত লম্বা করে বাঁশ ও পিলিয়ারের খুঁটি দিয়ে ঘর নির্মাণ করেন। এ বিষয়ে জাকিরের নিকট জানতে চাইলে জাকির বলেন, যায়গার জন্য স্থানীয় নায়েব কাছে লিখিত আবেদন করা আছে।ঘর নির্মাণের জন্য মৌখিকভাবে অনুমতি দিয়েছে হরিনগর ভূমি অফিসের নায়েব কামাল হোসেন।মুন্সিগঞ্জ হরিনগর দূর্গা পূজা উৎসবের সভাপতি বাবু অসিৎ মল্লিক বলেন, সাতক্ষীরা উপকূলীয় শ্যামনগর উপজেলা হরিনগর বাজারে দূর্গা উৎসবের যায়গা টি দখল করে রাতের অন্ধকারে ঘর নির্মাণ করছে। ওই যায়গা বড় বড় পুকুর ছিল। আমি প্রায় ১লক্ষ টাকা খরচ করে বালি ভরাট করে নিয়ে সরদীয় দূর্গা উৎসবের মেলার যায়গা করা হয়েছে। এ বিষয়ে শ্যামনগর মাননীয় সংসদ সদস্য সহ উর্ধ্বতন প্রসাশনকে জানিয়েছি।স্থানীয় বাজার কমিটির সভাপতি, চেয়ারম্যান অসীম মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন,রাতের অন্ধকারে যায়গা দখল করে ঘর নির্মাণের ঘটনা ঘটেছে আমি কিছু যানি না।তবে স্থানীয় ভূমি অফিসের নায়েব বিষয়টি জানে না জানলে ঘর কি ভাবে করছে আমি বুঝলাম না।হরিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক,বাবু গৌতম কর্মকার বলেন,অবৈধ ঘর নির্মাণের বিষয়ে সবকিছু স্থানীয় ভূমি অফিসের নায়েব দেখাশোনা করেন বাজার কমিটির মতামত নেয় না সে তিনি যেটা করবেন সেইটা সঠিক।এবিষয়ে স্থানীয় ভূমি অফিসের নায়েব কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বিভিন্ন রঙ তামাশার কথা বলেন আগে,তারপর বলেন অবৈধভাবে সরকারি যায়গা দখল করে ঘর নির্মাণ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এই ঘরের বিষয়ে আমি কিছু যানি না।