জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশারাই গ্রামে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ না করায় রাস্তা ও রাস্তার গার্ড ওয়াল ধ্বসে গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
জানাযায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়
এর অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ ২৪ হাজার ২শত টাকা ব্যায়ে ১ হাজার মিটার এইচবিবি করণ কাজটি সম্পাদন করে সুনামগঞ্জের ঠিকাদারী প্রতিস্টান মেসার্স আরিসা এন্টারপ্রাইজ। কাজটি সম্পন্ন করার মাস যেতে না যেতেই রাস্তার বিভিন্ন স্থানে ইটসলিং ও গার্ড ওয়ালটি ধ্বসে গিয়ে রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সাবেক পরিকল্পনামন্ত্রী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতায় এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে প্রায় কোটি টাকার এ কাজটি হওয়ায় এলাকাবাসী আনন্দিত হয়েছিলেন। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম ও সঠিকভাবে কাজ না করায় রাস্তাটি ধ্বসে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তরুন সমাজকর্মী রাজন মিয়া জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় প্রায় কোটি টাকা ব্যায়ে এ কাজটি হয়। কিন্তুু ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির কারণে রাস্তা ও রাস্তার গার্ড ওয়ালটি ধ্বসে যায়। জরুরী ভিত্তিতে রাস্তাটির কাজ করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।