নোয়াখালী চাটখিল উপজেলার তালতলা গ্রামের মারকাজুল কুরআন মাদ্রসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে উঠেছে এক শিক্ষককের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করেছে চাটখিল থানা পুলিশ। ওই শিক্ষকের নাম আবুল কালাম (৩০ )। তিনি পাঁচগাঁও ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড এর আফসারখিল গ্রামের হাছেন গাজী বেপারী বাড়ীর আবুল কাশেম এর ছেলে।
স্থাণীয় সূত্র বলছে, মারকাজুল কুরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রদের সাথে অভিযুক্ত শিক্ষক আবুল কালাম নানা রকম ভয়ভীতি দেখিয়ে ছাত্রদের বলৎকার করতো । গত শনিবার (ভিকটিম) মোঃ মাকসুদুল ইসলাম সাফিন (১০) তাদের বাড়িতে গিয়ে মাদ্রাসায় আসতে না চাওয়ার কারণ চানতে চাইলে বলৎকারের বিষয়টি স্পষ্ট বের হয়ে আসে। ভিকটিম ছাত্র বলেন, রাত তিনটার দিকে শিক্ষক আবুল কালাম আমাকে তার শয়ন কক্ষে ডেকে নিয়ে নির্যাতন করে। এতে এলাকাবাসী রবিবার রাতে অভিযুক্ত শিক্ষক আবুল কালাম ধরে পুলিশকে খবর দিয়ে আসামিকে ধরিয়ে দেন। এ ঘটনার পর ভিকটিম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে নিয়ে আসে। ভিকটিমের অভিভাবক থানায় একটি মামলা দায়ের করে। আজ সোমবার দুপুরে আসামীকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।