জামালপুর পৌরসভা ও সদর উপজেলার “গবা খাল” দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে শুক্রবার ৩১ মে, ২০২৪ তারিখ সকাল ০৭.০০ ঘটিকায় পৌরসভা ও কেন্দুয়া ইউনিয়নের শেখের ভিটা এলাকায় উদ্ধার/পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়।
এসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ।
উপস্থিত থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিউর রহমান।
এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর , ছানোয়ার হোসেন ছানু, মেয়র, জামালপুর পৌরসভা; জনপ্রতিনিধি, প্রজাতন্ত্রের কর্মচারীবৃন্দ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, স্কাউটসহ সর্বস্তরের উপস্থিত জনগণ।