ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ এগারো প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। তীব্র গরমের মধ্যে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এ বছর বেগমগঞ্জ উপজেলা নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করছেন। এদের মধ্যে আনারস র্মাকা নিয়ে প্রতিদ্বন্দি¦তা করছেন আওয়ামী লীগের ত্যাগী নেতা মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজিম অপর দিকে আওয়ামী লীগের আরেক নেতা এডভোকেট আক্তারুজ্জামান আনসারী টেলিফোন নিয়ে শাহেদ শাহরিয়ার দোয়াত কলম ও সাহাব উদ্দিন মটর সাইকেল নিয়ে । দল থেকে মনোনয়ন না দেওয়ায় আওয়ামী লীগের ৩ জনই স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী মাঠে সবর সবাই।
আগামী ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলার বিভিন্ন বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানে উঠান বৈঠক করে ভোট চাচ্ছেন প্রার্থীরা।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন, নাজমুল হোসেন শিহাব(চশমা), আলা উদ্দিন(তালা)ও মশিউর রহমান( মাইক), মোহাম্মদ মাসুদ হোসেন টিয়া পাখি।
ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে ৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন, আবিদা সুলতানা(পদ্ম ফুল),বিবি রহিমা আরজু(বৈদুতিক পাখা), মাহমুদা বেগম(ফুটবল) ও সাজেদা আক্তার (কলস)।
বাংলাদেশের বৃহত্তর এ উপজেলা টি ১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত। ভোটার সংখ্যার দিক দিয়ে ও সংখ্যা অন্যান্ন উপজেলার চেয়ে দ্বিগুণ।
গত কয়েক দিনে এ এলাকায় ভোটের আলোচনা তুংগে। প্রার্থীরা দাপিয়ে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামে।
বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীদের জন সংযোগ চোখে পড়ার মতো তবে আবাল, বৃদ্ধ, কৃষক, যুবক, মহিলাসহ সকল স্তরের জন সাধারণ সাখাওয়াত হোসেন আজিমের আনারস মার্কার প্রচার প্রচারণা ও ভোটের দিক দিয়ে এগিয়ে আছে। জনসাধারণের সাথে আলাপকালে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নিজের স্বার্থের জন্য কোন রকম অন্যায় সুযোগ সুবিধা না নেয়ায় তার ইমেজ ভোটার দের নিকট ক্লিন। ভোটাররা জানান সুস্থ নির্বাচন হলে সাখাওয়াত হোসেন আজিম চেয়ারম্যান নির্বাচিত হবে।