নোয়াখালীতে আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দোয়াত কলম প্রতীকের প্রার্থী হয়ে নাজিম উদ্দিনের ব্যাপক প্রচার প্রচারণা।
গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন তার নেতাকর্মীরা।
প্রখর রোদ ও বৃষ্টির মাঝে থেমে নেই তার দোয়াত কলম মার্কার প্রচার প্রচারণা।
এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সদর উপজেলার ব্যবসায়ী সহ সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ দোয়াত কলম প্রতীক মার্কা লিফলেট বিতরণ করেন তিনি।
প্রার্থী নাজিম উদ্দিন বলেন,দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি।
যদি নির্বাচনে আল্লাহ আমাকে জনগণের ভোটের মাধ্যমে জয়ী করেন,তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে সদর উপজেলাকে ‘আদর্শ একটি স্মার্ট উপজেলা পরিষদ হিসেবে গড়ার জন্য যা করার দরকার,তা আমি করবো ইনশা’আল্লাহ।
উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নতুন হিসেবে সদর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ভালবাসা ও সহযোগিতা কামনা করেন।