নোয়াখালী সোনাইমুড়ি জুনদপুরে আমেরিকা প্রবাসীর একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৫মে) ভোর ৪টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের জুনদপুর গ্রামের নতুন বাড়ির আমেরিকা প্রবাসী মোহাম্মদ সুমন ও তার ভাই সরকারী চাকুরীজিবি সোহাগের বাসায় এই চুরির ঘটনা ঘটেছে। এই চোরের দল নগদ ২ লাখ টাকা ও ১ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ভুক্তভোগিরা জানান, বাড়িতে সবাই গভীর ঘুমে থাকা অবস্থায় কেছি গেটের ভিতরে ঢেকে রাখা প্রবাসীদের পরিবারের ঈদের সময় কেনা নতুন আট জোড়া সেন্ডেল/ জুতা পর্যন্ত রাখেনি। চোর জানালার গ্রীলের ফাক দিয়ে জামা কাপড় নিয়ে ঘরের গৃহিনীর গলা থাকা আধা ভরি স্বরনের হার নিয়ে ঘুমন্ত গৃহিনীর কানের দুল টান দিলে তিনি বুঝতে পেরে চিৎকার দিলে চোর পালিয়ে যায়। চোর প্রায় ২ লক্ষাদিক টাকার মালামাল নিয়ে যায় । এই অবস্থায় প্রাবাসীদের পরিবারের সদস্যরা চরম আতংকিত অবস্খায় আছে । ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন বলে জানিয়েছেন। সোনাইমুড়ি থানায় অভিযোগর প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ভুক্তভোগি পরিবার