চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান মাপা মিটারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত দুই পক্ষে চারজন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৭টার সময় বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামে ধান মাপার মিটার নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,ধান পরিমাপের মিটারকে নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে।এতে উভয় পক্ষের চার জন আহত হয়। আহতদের স্থানীয়রা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শুকুর উদ্দিন ও রবিউল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অপর দুইজন এজাবুল ও ইউনুস আলীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মাদ বলেন, ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।