জগন্নাথপুর উপজেলায় মাটি ভর্তি ট্রাক, টাক্ট্রর ও ট্রলির অনিয়ন্ত্রিত চলাচলে অল্প সময়ে বিনষ্ট হচ্ছে বিভিন্ন সড়ক। তাছাড়া এইসব পরিবহন থেকে যত্রতত্র পড়া পানি ও মাটির কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আজ ২০ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে বৃষ্টি হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয়রা জানান, চলতি শুষ্ক মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় মাটি ভরাট কাজ চলছে কেউ দুই-তিন ফসলি জমির মাটি বিক্রি করে দিচ্ছে, কেউ কৃষি জমিতে পুকুর খনন করছে খননে উঠে আসা এসব মাটি বিক্রি করছে। আর এসব মাটি পরিবহন করা হচ্ছে অবৈধ যানবাহনে । বেপরোয়া মাটি পরিবহনের ফলে রাস্তা-ঘাট ভেঙে যাচ্ছে অল্প সময়ে। পাগলা- আউশকান্দি- ঢাকা আঞ্চলিক মহাসড়ক, জগন্নাথপুর- রশিদপুর – সিলেট সড়কসহ গোটা উপজেলার এমন কোনো রাস্তা নেই যেখানে এসব মাটির গাড়ীর অবাধ চলাচল নেই।
উপজেলার বিভিন্ন সিএনজি চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, মাটি পরিবহনের গাড়ীর বেপরোয়া চলাচলে রাস্তা ভেঙে-চুরে একাকার হয়ে যাচ্ছে। তারা জানান, এসব মাটি পরিবহনের গাড়িতে অতিরিক্ত মাটি তুলে নিয়ে যাওয়ার ফলে রাস্তায় যত্রতত্র মাটি পড়ে বৃষ্টি পানিতে মাটি আর পানি মিশে বিভিন্ন যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম বলেন, আমরা প্রতিনিয়ত রাস্তায় চলাচলের অসুবিধা হয় এমন যানবাহন নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।