অসহায় ভিক্ষুকের পাশে দাঁড়ালো শান্তি নিবিড় সেবা ফাউন্ডশন। সোমবার বিকালে শিবগঞ্জ পৌরসভাধীন ইসরাইল মোড়ে শান্তি নিবিড় সেবা ফাউন্ডেশনের অফিসে ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক নাহিদ উজ্জামান একই এলাকার রসুলপুর গ্রামের অসহায় ভিক্ষুক আব্দুল লতিফের ঘরের টিন কিনতে ৩০ হাজার টাকা প্রদান করেন। এর আগে একই ফাউন্ডেশনের উদ্যোগে রসুলপুর মোড়ে তার নিজস্ব এক খন্ড জমির ওপর ইটের দিয়ে দেন।