জগন্নাথপুর উপজেলায় এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫-এ এগিয়ে রয়েছে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জগন্নাথপুর উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৩২২ শিক্ষার্থী। পাস করেছে ১ হাজার ৭৫৭ শিক্ষার্থী। পাসের হার ৭৫ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮ শিক্ষার্থী। এর মধ্যে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী,স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫শিক্ষার্থী, ষড়পল্লী স্কুল অ্যান্ড কলেজ এর ১ শিক্ষার্থী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষার্থী,পাইলগাঁ বি এন উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী, এরালিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী, চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী,মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী, আব্দুস সোবান উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষার্থী,রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী,কেশবপুর উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলা থেকে এসএসসি, দাখিল ও ভোকেশনাল থেকে মোট ৩হাজার ২৬৮শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২হাজার ৫৪৯ জন পরীক্ষার্থী। এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে উপজেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ৩১ শিক্ষার্থী।