জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকায় ভূমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটি মহল গ্রামের মান সম্মান ক্ষুন্ন করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
( ৫ মে ) রবিবার বিকেল ৩ ঘটিকার সময় হবিবপুর (শাহপুরে) হবিবপুর গ্রামবাসীর আয়োজনে প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় উপস্থিত সালিশী ব্যক্তিরা বলেন শাহপুর গ্রামের প্রবাসী হাজী মোঃ আব্দুল জব্বার মিয়া গং ও ছাদিকুল মিয়া গং এর মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধটি উভয়ের উপস্থিতিতে স্থানীয় কাউন্সিল ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মিমাংসা করে দেন। তারপরও ভাড়াটিয়া সন্ত্রাসী এনে এলাকায় আতংক সৃষ্টি সহ ছাদিকুল মিয়ার বিভিন্ন কার্যক্রমে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। বক্তারা বলেন হবিবপুর শাহপুর এলাকায় মানবাধিকার লঙ্গনের মতো কোন ঘটনা ঘটেনি। এর পরেও আব্দুর রহমান টিম পজিটিভ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রে অভিযোগ করেন। এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবগত না করে ঢাকার টিম পজিটিভ এর প্রতিনিধিদল সম্প্রতি হবিবপুর (শাহপুর) এলাকায় অভিযোগের তদন্ত করায় গ্রাম বাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গ্রামের প্রবীন মুরব্বি আমরু মিয়া, সালিশী ব্যাক্তি ও সমাজ সেবক জাহাঙ্গীর আলী, সালিশী ব্যাক্তি সাজিদুর রহমান, আব্দুল হান্নান,সাজন মিয়া, আলী নূর, কবির উদ্দিন,আব্দুল হামিদ,শামীনুর রহমান, সেলিম আহমদ, জামাল মিয়া, আবুল হোসেন রাব্বি, তারেক মিয়া, হাফিজ মিয়া , আব্দুল মতিন সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।