রাজশাহীর চারঘাট উপজেলায় ডিবি পুলিশের অভিযানে অবৈধ মাদক দ্রব্য সহ ৪জনকে আটক করা হয়েছে।
রাজশাহী ডিবি পুলিশের তথ্য অনুযায়ী যানা যায়, পুলিশ সুপার রাজশাহী মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ দাউদ উজ জামান এর নতেৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৪মে ৫.৩০টার সময় রাজশাহী জেলার চারঘাট থানাধীন চক মোক্তারপুর গ্রামের মোঃ জুয়েল আলী (৩৯), পিতা-মৃত আলাউদ্দিন এর টিনশেড পাঁকা বসতবাড়ীর পশ্চিম পার্শ্বের মেইন গেটের সামনে হইতে মাদক ব্যবসায়ী ১। মোঃ তানভীর আহমেদ(দ্বীপ)(২৭), পিতা-মোঃ তাজুল ইসলাম, -বালুয়া বাসুয়া (ওর্য়াড নং-০৪), ২। মোঃ রাকিব হোসেন (২৬), পিতা-মোঃ রফিক হোসেন, -দমদমা হাতিগাড়া (ওয়ার্ড নং-০৩), উভয় থানা-সিংড়া, জেলা-নাটোর, ৩। মোঃ জুয়েল আলী (৩৯), পিতা-মৃত আলাউদ্দিন,-চক মোক্তারপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী গণদেরকে ২১ (একুশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল।
এবং ০৯.৪০ মিনিটে রাজশাহী জেলার চারঘাট থানাধীন শিশাতলা বাজারের মোঃ পাপ্পু (২৮), পিতা-মোঃ ডাবলু এর চা দোকানের দক্ষিণ পার্শ্বের আম বাগান হইতে মাদক ব্যবসায়ী মোঃ জিন্দার আলী (২১), পিতা-মৃত শফিকুল ইসলাম, সাং-শিবপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে ২০ (বিশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ গ্রফেতার করেন।
এই বিষয়ে ওসি ডিবি মোঃ রুহুল আমিন বলেন,আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট মডেল থানার মামলা নং-০৯, তাং-০৪/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(খ)/৪১ রুজু করা হয়ছে এবং মামলাটির তদন্ত চলছে।