তীব্র তাপদাহে মহান মে দিবসে তৃষ্ণার্ত মানুষ, শ্রমজীবী ও সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছেন সেবা মুলক প্রতিষ্ঠান শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিস।বুধবার (১ মে) দুপুর ১২ টায় শ্যামনগর সদরে ডাকবাংলা মোড়ে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।সংগঠনটির পরিচালক আব্দুল আলিম বলেন, এই তীব্র গরমের মাঝে কর্মক্ষেত্রে যারা বের হয়েছেন এবং ভ্যান চালকদের পানি ও খাবার স্যালাইন সরবরাহ করছি। তীব্র এই গরমে পানি কিছুটা হলেও কাজে দেবে। কারণ, এটা স্বাস্থ্যকর বিশুদ্ধ পানি। আমাদের এই ধরনের কার্যক্রম চলবে, সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছি।
এ সময়ে আরো উপস্থিত ছিল শ্যামনগর ডিজিটাল ক্যাটারিং সার্ভিসের সিনিয়র সদস্য জয়দেব কুমার, ওবাইদুল্যাহ, আব্দুল্লাহ, ইউনুস, তরিকুল, আল মামুন, আমির, সাগর, সুমন, প্রমুখ।