এবার মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে ইজিবাইক ও মটরসাইকেল মালিক সমিতির উদ্যোগে বুধবার (১লা মে) সকাল ১০টায় আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জে ইজিবাইক ও মটরসাইকেল মালিক সমিতির উপদেষ্টা ও সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘোরামী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, ইজিবাইক মালিক সমিতির সভাপতি মোঃ মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলম সরদার, লাইন সেক্রেটারি নুর মোহাম্মদ, সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ মুজাহিদুল ইসলাম,মোজাম্মেল হকসহ অনেকে। এছাড়া আরো উপস্থিত ছিলেন মটরসাইকেল মালিক সমিতির সভাপতি মোঃ জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম, লাইন সেক্রেটারি সাহাদাত হোসেন, রেজাউল ইসলাম,মাসুদ রানা,ইমন স্ট্যাটার মোঃ ইমন হোসেন ও আব্দুল আজিজসহ মটরভ্যানের মালিক সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য,১৩৮ বছর পূর্বে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন রাজপথে নেমে এসেছিল।
বিক্ষিপ্ত শ্রমিকদের দমন করতে সেদিন পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার।
এ ঘটনাগুলোর স্মরণে ১৮৮৯ সালের ১৪ই জুলাই ফ্রান্সের প্যারিসে ২০ দেশের সমাজকর্মী, শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়নগুলোর এক আন্তর্জাতিক কংগ্রেসে ১ মে ‘মে দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। শিকাগোর সেই শ্রমিকদের আত্মদানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি পালিত হয়ে আসছে সারাবিশ্বে।স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে বাংলাদেশ বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে মে দিবস পালন শুরু হয়।