চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি পরিবহন কালে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১২টি ট্রাকে ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি সহ ২৩ জন গ্রেফতার।
গতকাল ১৮ই এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭:০০ ঘটিকার সময় ডিবি পুলিশের ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে, ডিবি পুলিশের এসআই মোঃ বেনু রায়, এসআই এসএম রাসেল কবির, এসআই(নিঃ)মাহমুদুর রহমান সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার আমিনপুর থানাধীন কাজিরহাট ফেরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি ট্রাকে সর্বমোট ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি, যাহার মুল্য অনুমান ৩,৫০,০০,০০০/-(তিন কোটি পঞ্চাশ লক্ষ) টাকা সহ ২৩ জন আসামীকে গ্রেফতার করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গাড়িতে থাকা ড্রাইভার ও হেল্পারদের কাছথেকে জানাযায় তারা সবাই মিলে চিনি গুলো চোরাইভাবে ভারতীয় সিমানা হইতে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশের সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন হরিপুর বাজার নিয়ে আসে। পরবর্তীতে তারা উক্ত অবৈধ পথে আসা ভারতীয় চিনির বস্তাগুলো ট্রাকে তুলিয়া পাবনা জেলা সহ আশপাশের জেলায় সরবরাহ করার জন্য আনিতেছিল।
জব্দকৃত ভারতীয় চিনি গুলো কোথায় সরবরাহ করিবে সেই সংক্রান্তে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করিলে আসামীরা জানায় তারা নিজ নিজ গন্তব্যে ট্রাক গুলো নিয়ে পৌছাইয়া সিলেটের মোঃ রুবেল মেম্বার এর সহিত যোগাযোগ করার পর রুবেল মেম্বার যে মোবাইল নম্বার প্রদান করিবে সে নম্বারের ব্যক্তির সাথে যোগাযোগ করে তার দেওয়া নিদিষ্ট স্থানে আনলোড করিবে বলিয়া জানায়।
এবিষয়ে আরো জানাযায় যে আসামীরা সহ পলাতক আসামীরা দীর্ঘদিন যাবত চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাকি দিয়ে ভারতীয় সিমান্ত এলাকা হইতে উক্ত চিনি গুলো সংগ্রহ করিয়া বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে।
এবিষয়ে আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার আমিনপুর থানায় The Special Power Act 1974 এর 25B এর (1)(b)/ 25D ধারায় মামলা দায়ের করা হয়েছে।