চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অত্র ইউনিয়ন পরিষদের রাজনৈতিক ব্যক্তি, সংস্কৃতি , সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক,ঈমাম, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ নিজামুল হক এর সভাপতিত্বে ও ইউপি সচিব রেজাউল রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সুবহান,প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, হুমায়ুন কবির, তোজাম্মেল হক, মুনিরুল ইসলাম, ইসমাইল হোসেন, মহা: কাসেদ আলি সহ অন্যান্যরা।
এছাড়াও বিভিন্ন পেশাজীবীর ব্যক্তিবর্গ সভায় বক্তব্য রাখেন ।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানা সর্বজনীন পেনশনের বিষয়টি সকলে মাঝে তুলে ধরেন এবং বর্তমান সরকারের পাশে থেকে দেশের উন্নয়ন কে গতিশীল করতে আহ্বান করেন।