লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আবদুল মালেক ফাউন্ডেশন উদ্যোগে শুক্রবার দিনব্যাপী স্থানীয় আবদুল মালেক ইসলামিক সেন্টার জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার ৩০জন হাফেজে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নেন।
কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ফুয়াদ ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই সময় উপস্থিত ছিলেন, আবদুল মালেক ইসলামিক সেন্টারের চেয়ারম্যান গোলাম মাওলা, হযরত দেওয়ান শাহ মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা কামাল হোসেন, মাওলানা আলতাফ হোসেন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা খোরশেদ আলম, বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন প্রমূখ।
হিফজুল কোরআন প্রতিযোগিতায়
৩০ জন প্রতিযোগী অংশগ্রহনে করেন। তার মধ্যে বিচারকদের বিচারে ৫জন প্রথম, ৩জন দ্বিতীয় ও ২জন তৃতীয় স্থান, বাকী ২০জন সাধারণ স্থান অর্জন করেন।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্তি হয়।
এসময় আবদুল মালেক ফাউন্ডেশনের প্রতিনিধিগন, ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।