লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের আয়োজনে রোববার সন্ধ্যা শ্রমিক লীগের কার্যালয় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।
কেক কাটা অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এম. ছাবির আহাম্মেদ।
এইসময় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন লিটন, সহ-সভাপতি গৌতম মজুমদার, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিফন খলিফা, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ওবায়েদুল হক হিরন, মহিন উদ্দিন, শাহ পরহান শাকিল, আওয়ামী লীগের নেতা আমির মোল্লা, মো. দুলাল, মোফাসর বিল্লাহ, আবুল কালাম,জাতীয় শ্রমিক লীগের নেতা দুলাল হোসেন, ছাত্রলীগ নেতা এম সজিব প্রমূখ।