বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি সবার ঘরে এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সরকারী এবং বেসরকারী দপ্তর বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রেণিপেশার সংগঠন উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারনীন আরা আশা,অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।
এদিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আওয়ামী লীগ নেতা আকমল খান, লুৎফুর রহমান সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন,সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন,প্যানেল মেয়র সাফরোজ ইসলাম,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, উপজেলা ছাত্র লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায়,সানী,বর্তমান সভাপতি আব্দুল মুকিত বক্তব্য রাখেন।