আজ ১৭ মার্চ রবিবার জামালপুর জেলার ভাবকী বাজারে কুকুরের কামড়ানো গরুর মাংস বিক্রি করছিলেন কসাই বারেক, এমনই অভিযোগ উঠেছে এলাকা বাসীর !! ভাবকী বাজারে কুকুরের কামড়ে অসুস্থ গরু সহ সল্প মূল্য গরু কিনে উচ্চ মূল্য গরুর মাংস বিক্রি করে থাকেন ভাবকী বাজারে আলোচিত কসাই বারেক মিয়া । খোঁজ নিয়ে জানা যায় জামালপুর পৌর এলাকাধীন চন্দ্রার এক ব্যক্তির কুকুরের কামড়ে ষাড় গরু ৩০,০০০/= হাজার টাকা দিয়ে কিনে বাড়িতে জবাই করে , ভাবকি বাজারে মাংস বিক্রি করছে কসাই আব্দুল বারেক । কুকুরে কামড়ের ষাড় গরুর মাংসের বিষয়ে কসাই বারেকের সাথে যোগাযোগ করা হলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কসাই বারেক সটকে পড়েন এবং কসাই বারেকের সহযোগীরা বস্তায় ভরে মাংস নিয়ে পালিয়ে যায় ।
এলাকাবাসী অসাধু ব্যবসায়ী কসাই বারেকের শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষে কামনা করছেন ।