চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন বার্ষিকী পালন করা হয়েছে।
১৭ মার্চ(রবিবার) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সন্দ্বীপ শহীদ মিনারে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সীমান্ত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি ফয়সাল এবং, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দিন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হায়াতুল ইসলাম আরমান সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিততে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।