১৪ই মার্চ লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ এর সার্বিক দিক-নির্দেশনায় অফিসার ইনর্চাজ জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর জনাব সাহাদাত হোসেন টিটো এর নেতৃত্বে এসআই/মোহাম্মদ রমজান আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান ডিউটিতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন ৫ নং চরপাতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ উত্তর চরপাতা এলাকা হইতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উল্লেখিত গঠনস্থল হইতে ৫৫ (পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট(মাদক)সহ আসামি মোঃ পলাশ(২৫), পিতা-মন্তাজ মিয়া, মাতা-জাহানারা বেগম, সাং-উত্তর চরপাতা(মনির উদ্দিন বেপারী বাড়ি), ০৫নং ওয়ার্ড, ০৫ নং চরপাতা ইউপি, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর’কে গ্রেফতার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামি একজন দুর্ধর্ষ ডাকাত/মদক ব্যবসায়ী উক্ত আসামির বিরুদ্ধে লক্ষ্মীপুরসহ পার্শ্ববর্তী জেলায় ডাকাতি মামলা সহ আরো একাধিক মামলা রয়েছে।