মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় অরাজনৈতিক মানব সেবামূলক সংগঠন, ভোরের আলো তরুন সংঘ ও মরহুম আরশাদ সরকার ফাউন্ডেশন এর সভাপতি মানবিক সমাজসেবক ইঞ্জিনিয়ার দিদারুল আলম গজারিয়া প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে সংগঠনের চলমান কর্মসূচি ও আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে মতবিনিময় করেছেন গজারিয়া প্রেসক্লাব কার্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করা হয়
মতবিনিময়ে উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাব সভাপতি মোঃ আরফিন আহমেদ, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মুকবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি জুয়েল দেওয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন মিয়াসহ সকল প্রেসক্লাব সদস্য সাংবাদিকবৃন্দ । ভোরের আলো তরুণ সংঘ সংগঠন ও মরহুম আরশাদ সরকার ফাউন্ডেশন এর সভাপতি ইঞ্জিনিয়ার দিদারুল আলম জানান সংগঠনের উদ্দেশ্য আদর্শ বাস্তবায়নে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে পবিত্র রমজান উপলক্ষে ৮ই মার্চ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী ,ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান আছে।
গজারিয়া উপজেলাধীন হোসেন্দী ইউনিয়ন, টেংগারচর ইউনিয়ন, ভবেরচর ইউনিয়ন ও গুয়াগাছিয়া ইউনিয়নের ৬ থেকে ৭ টি গ্রামের নিম্ন আয়ের প্রায় ৬ শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়কর্মে উপজেলাধীন আরও একাধিক ইউনিয়নে রমজান চলাকালীন সময়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান সমাজের অবক্ষয় প্রতিরোধে বিশেষ বিশেষ ক্ষেত্রে এই সাংগঠনের কার্যক্রম শুরু থেকেই অব্যাহত আছে। শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে আর্থিক সহায়তা সহ বিভিন্ন ধরনের মানুষের জীবন জীবিকা উন্নয়নে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়। মানবিক ও সমাজসেবক ইঞ্জিনিয়ার দিদারুল আলমের আহ্বান সমাজে বিত্তবান ও সম্পদশালী ধনাঢ্য ব্যক্তিদের কে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সুন্দর শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।