সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে অবস্থিত গোবাইখালী জলমহালে আহমদাবাদ মৎস্যজিবী সমবায় সমিতি লিঃ অবশেষে মাছ শিকারের অনুমতি পেল বলে জানান, আহমদাবাদ মৎস্যজিবী সমবায় সমিতি লিঃ এর সদস্যরা।
আহমদাবাদ মৎস্যজিবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আলাল মিয়া জানাযায়, গোবাইখালী জলমহাল আহমদাবাদ মৎস্যজিবী সমবায় সমিতি লিঃ সরকারী নিয়ম মেনে লীজ গ্রহন করেন। লীজ গ্রহনের পর গেলবছর সমিতি মাছ শিকার করেন। চলতি বছর প্রতিপক্ষ সুহেনা বেগম চৌধুরী মিথ্য অভিযোগ দায়ের করে গোপাইখালী জলমহালে মাছ শিকারে বাঁধা সৃষ্টি করে। পরে সুনামগঞ্জ জেলা প্রশাসক এর হস্তক্ষেপ জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমাদের সমিতির লীজ গ্রহন সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে মাছ শিকারের অনুমতি প্রদান করেন। দীর্ঘ একমাস পর অনুমতি পেয়ে মাছ শিকার করতে পারায় সমিতির সদস্যরা আনন্দিত। সমিতি’র সদস্যরা জানান, আমরা ন্যায় বিচার পেয়েছি।