রাজনীতি

আলেমের পদস্খলন মানে গোটা দুনিয়ার পদস্খলন: মুহাদ্দিস আব্দুল খালেক

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ১৯ অক্টোবর ২০২৫ , ৪:১৩:৪৬

‘যদি কোনো আলেমের পদস্খলন হয়, তবে গোটা দুনিয়ার পদস্খলন হবে। আলেমরা হলেন জ্ঞানের, ন্যায়ের, ত্যাগের, সচ্ছতার ও উদারতার প্রতীক।’

এসব কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা–২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

শনিবার (১৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে ‘জাতীয় নির্বাচনে ইমামদের ভূমিকা’ শীর্ষক ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছি। কালো টাকা, পেশিশক্তি, ভয়-ভীতি ও নানা প্রকার ষড়যন্ত্রের চ্যালেঞ্জ সামনে আসতে পারে। তবে আমরা এসব মোকাবিলায় প্রস্তুত আছি।

জুলাই সনদ প্রসঙ্গে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সম্প্রতি স্বাক্ষরিত জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এটি যথেষ্ট নয়। যতদিন কোরআন ও হাদিসের আলোকে এ সনদ স্বাক্ষরিত না হবে, ততদিন পর্যন্ত এই জুলাই বিপ্লবের প্রকৃত সুফল জাতি পাবে না।

তিনি আরও যোগ করেন, জামায়াত জুলাই সনদের ২৯টি ধারার মধ্যে যেগুলোর সঙ্গে একমত, সেগুলো বাস্তবায়ন হলে তা দেশের মুক্তি ও শান্তির পথে অগ্রগতি আনবে। কিন্তু ইসলামি নীতিমালার প্রতিফলন না ঘটলে তা টেকসই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মাওলানা আমিনুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন হুযাইফী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা ওসমান গনী, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, আঁগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন এবং শহর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম।

আরও খবর