উথাল-পাথাল
সুব্রত কুমার
আমরা বোধহয় সরাকে ধরা জ্ঞান করছি,
বদনা ভরা জলকে উথাল-পাথাল সমুদ্র!
আমরা মনে করছি দূর কে নিকট – নিকট কে দূর
সুর কে মনে করছি বেসুরো কোন আবোলতাবোল তাল
বে-সুর কে মনে করছি রাগ-রাগিনীর গান!
গাছ থুয়ে আগাছায় জল ঢালছি-
ফুলকে মনে করছি ভুল
আর কাটাকে ভাবছি ফুল!
পাহাড়কে মরু
আর মরু কে মনে করছি চর!
পরকে মনে করছি আপন-
আর আপনকে মনে করছি পর!