লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ তরুন নামে ১জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৬ মার্চ) চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ লক্ষ্মীপুর টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পার্শ্বে রোজ গার্ডেন ফুলের দোকানের সামনে অভিযান চালিয়ে ২০০০ পিচ ইয়াবাসহ তরুন প্র: আরিফ প্র: আকাশ (৩২) কে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মহসীন। এসময় সিফা ইয়াসমিন (২৭) নামে আরেক মাদক কারবারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামী তরুন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পৌর হাজিপুর গ্রামের খালাসী বাড়ির আবুল কালামের ছেলে। পলাতক আসামী সিফা ইয়াসমিন কক্সবাজার সদর উপজেলার উত্তর হাজিরপাড়া গ্রামের মোহাম্মদ ইউনুছের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অভিযান চালিয়ে ২হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তারকৃত তরুনের বিরেুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক)/৪১ মোতাবেক মাদক মামলা রুজু করা হয়। পলাতক আসামী ধরতে অভিযান অব্যাহত আছে।