কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সমন্বয়ে কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রধান পৃষ্ঠপোষক আবদুল করিম চৌধুরীর সভাপতিত্বে ধারাভাষ্যকার, ক্রীড়া ব্যক্তিত্ত আল হাসান মন্জু সঞ্চালনায় ঐতিহ্যবাহী রাঙ্গুনীয়া পোমড়া উচ্চ বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়, এতে ২-১ গোলের ব্যাবধানে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ জয়লাভ করেন,
কর্ণফুলী ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ এর খেলোয়াড়বৃন্দ গোলকিপার সাদ্দাম-১,কাজী রাশেদ-২,হান্নান-৭,শাহনেওয়াজ চৌধুরী ডাবলু-১০(অধিনায়ক), হেলাল-৬,কাজী জাহেদ-১৩,মানিক-৫,হিরু-৯,নয়ন-৩,মান্নান-১১,জসিম-৪,অতিরিক্ত খেলোয়াড় -শহীদ ইসলাম, তানসেন বড়ুয়া,আবু বক্কর,আকবর আলী,টিম ম্যানেজার হিসেবে ছিলেন আবু বক্কর, তানসেন বড়ুয়া,ইন্জিনিয়ার কজী রাশেদ ,
প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ এর খেলোয়াড়বৃন্দ
মোহাম্মদ তারেক-১১(অধিনায়ক), সালাউদ্দিন -১,(গোলকিপার),শাহেদ-৯,মোহাম্মদ দিদার-৪,মিজান-১০,রাব্বি-৭,আরিফ-৫,সাব্বির -৩,নাসিম-২,নুরুল হাছান-১৩,মেহেদী-৪, অতিরিক্ত খেলোয়াড়বৃন্দ-সাকিব,আবু তৈয়ব,রুবেল, টিম ম্যানেজার-মোহাম্মদ জসিম উদ্দিন,
অতিথিদের বক্তব্যে বলেন প্রবীণ নবীন সমন্বয়ে ফুটবল ম্যাচটা অত্যন্ত উপভোগ্য ম্যাচ, পরিপূর্ণ একটি দল গঠন করতে হলে শক্তি ও কৌশল অবলম্বন করতে হবে, জয় নিশ্চিত, ক্রীড়াই শক্তি ক্রীড়া বল,মাদক ছেড়ে খেলতে চল, মাদকের বিরুদ্ধে দুরান্ত দুর্বার, যদিওবা আয়োজকদের আয়োজনে প্রচুর ঘাটতি থাকার পরেও দুরান্ত দুর্বার বাংলার গর্বিত দামাল ছেলে সেনাবাহিনীর চৌকস সার্জেন্ট ও গর্বিত সৈনিকরা এবং প্রাক্তন খেলোয়াড় ও উপ পরিচালক
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শাহনেওয়াজ চৌধুরী ডাবলু, বিশিষ্ট ব্যবসায়ী এস এফ ইন্জিনিয়ারিং এর সত্ত্বাধিকারী ফরিদ আহমেদ লিটন,ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, দৈনিক দেশ বার্তার ব্যুরো প্রধান,মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম, রাঙ্গুনিয়া মানবধিকার কমিশন সভাপতি মোহাম্মদ ইউসুফ,,অতিথি ও দর্শকদের আগমনে প্রাণবন্ত পরিপূর্ণতা নিয়ে আসে পুরা মাঠ ও এলাকা
জুড়ে,ক্রীড়াই শক্তি, ক্রীড়া বল,মাদক ছেড়ে খেলতে চল রব উঠে,
,প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দদের দেশে মানবাধিকার কাজের অগ্রনি ভুমিকা রাখায় কর্ণফুলী ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সম্মননা প্রধান করেন,সম্বর্ধনা অতিথিবৃন্দ হলেন
মোহাম্মদ জসিম উদদীন, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, মুহাম্মদ মমতাজুল হক চৌধুরী, এম আর মামুনুল হক,মোহাম্মদ আবদুস সামাদ, মুহাম্মদ সাব্বির হোসেন,মোহাম্মদ নুরুল হাসান প্রমুখ