সুনামগঞ্জের জগন্নাথপুরের হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট্ ‘র ১৮ তম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়ছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) সকাল ১০.৩০ঘটিকায় সৈয়দপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে
জগন্নাথপুর উপজেলার স্কুল, আলীয়া মাদরাসা ও কওমি মাদরাসার ৮ম শ্রেণী সমমান মোট ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠান এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তন্মধ্যে স্কুল ১৯টি, আলীয়া মাদরাসা ২১টি ও কওমি মাদরাসা ১১টি’র মোট ২৫৫ জন শিক্ষার্থী উপস্থিত হয়। এই সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও সুধীগণের আগমনে পরীক্ষা কেন্দ্র এলাকা এক মিলন মেলায় পরিণত হয়। ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ আগত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ১৮তম বৃত্তি পরীক্ষা পরিদর্শনে কালে উপস্থিত ছিলেন ট্রাস্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য হলিয়ারপাড়া জা. কা. সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ,
ট্রাস্ট পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব সৈয়দ খায়রুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য কবি সাহিত্যিক সৈয়দ ওবায়দুল হক, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাবের, মাদরাসা গভর্ণিং বডির সদস্য হাফিজ সৈয়দ উযায়রুল হক মমনু, সৈয়দ শিব্বির আহমদ সদরুল, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক রিয়াজ রহমান, কামরাখাই জয়নগর দাখিল মাদরাসা সুপার মাওলানা আমিরুল ইসলাম,
মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমীর হামজা, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, সৈয়দপুর ফাজিল মাদরাসা ভাইস প্রিন্সিপাল মাও আব্দুল হান্নান, শামছুদ্দীন দারুল হাদীস বালিকা মাদরাসার শিক্ষা সচিব মাওলানা বেলাল আহমদ, হযরত আবু বকর সিদ্দিক রা. দাখিল মাদরাসা সুপার মোঃ ইকবাল চৌধুরী, পূর্ব বুধরাইল আটঘর আউদত দাখিল মাদরাসা, সহ,সুপার মোঃ নুরুল ইসলাম তারেক, ষড়পল্লী স্কুল এণ্ড কলেজ শিক্ষক
টি এন বর্মন, পীরেরগাঁও সুন্নীয়া দাখিল মাদরাসা মাও. সামাদুল ইসলাম, রসুলগঞ্জ আলিম মাদরাসা, মেঃ আব্দুনূর,হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসা এ টি এম শাকের, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়
তোফাজ্জিল হোসাইন, সোবহান উচ্চ বিদ্যালয় মোঃ আকবর আলী, কুবাজপুর ইসলামিয়া মাদরাসার মোঃ আনিসুর রহমান, উত্তর কালনীরচর দাখিল মাদরাসা মোঃ তাজুদ আলী, ইশহাকপুর লুদরপুর এনায়েতনগর দারুল হাদীস মাদরাসা কাওসার আহমদ,কুবাজপুর মাদরাসা রফিকুল ইসলাম,আইডিয়াল গার্লস উচ্চ বিদ্যালয় সৈয়দ জাওয়াদ, হলিয়ারপাড়া ফাজিল মাদরাসা মোঃ জানু মিয়া,সোনাতনপুর ইসলামিয়া মাদরাসা রওনক হোসেন আটপাড়া উচ্চ বিদ্যালয় পিযুষ দেবনাথ, হযরত শাহজালাল রহ. কুবাজপুর সুন্নীয়া দাখিল মাদরাসা, মো: শামছুল ইসলাম এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়, মোঃ কামরুল ইসলাম জয়দা আরাবিয়া দাখিল মাদরাসা,নাজমীন নাহার রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়, আবুল কাসেম,
ইকড়ছই জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা, মোঃ রেদওয়ানুর রহমান, রসুলপুর দাখিলমাদরাসা, আব্দুল মান্নান, চিলাউড়া দারুসসুন্নাহ আলিম মাদরাসা শাহীনূর ইসলাম,সোনাতনপুর ইসলামিয়া মাদরাসা মোঃ ফখরুল ইসলাম, রসুলপুর বনগাঁও দাখিল মাদরাসা মাও আব্দুল্লাহ, সৈয়দপুর ফাজিল মাদরাসা মোঃ নূরুল হক, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় মিহির কান্ত দাশ প্রমূখ।
অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন-মোঃ মিলাদ মিয়া জিম্মাদার, মোঃ আব্দুল হান্নান মোঃ কামরুল ইসলাম, মোঃ রাজন মিয়া, ফাহিম আহমদ, মোঃ ফজর আলী, মোছা. শেফা বেগম কামালী, মোছা. রুজি বেগম, আরিজুন নেছা, রাশেদা বেগম, হাফছা বেগম, রুবিনা বেগম লিপি রানী দাশ প্রমূখ। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান আলহাজ সৈয়দ হুমায়ুন কবীর ফুজেল তাঁর মমতাময়ী মাতা মোছাঃ হালিমা খাতুন’র নামে ২০০৬ সালে
হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে উপজেলার স্কুল, আলীয়া মাদরাসা ও কওমি মাদরাসার ৮ম শ্রেণি সমমান শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মাধ্যমে বৃত্তি পরীক্ষা গ্রহণ পর তিন স্থরে মোট ৩৯টি বৃত্তি ব্যবস্থা প্রবর্তন করেন। প্রতিষ্ঠার পর থেকে এই ট্রাস্ট বৃত্তি পরীক্ষার গ্রহণের মাধ্যমে মেধাবীদের বৃত্তি প্রদান করে আসছে।