নোয়াখালী পুলিশ সুপার, মোঃআব্দুল্লাহ্-আল- ফারুক ও অতিরিক্ত পুলিশ সুপার, মোহাম্মদ নাজমুল হাসান রাজিব বেগমগঞ্জ সার্কেল এর দিক-নির্দেশনায় সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান এর নেতৃত্বে ও তত্বাবধায়নে, এসআই/মোজাম্মেল হোসেন, এসআই/জাকির হোসেন এএসআই/শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানাধীন মোহাম্মদপুর সাকিনে কল্যান্দী হাই স্কুলের সামনে নোয়াখালী টু ফেনী মহাসড়কের উত্তর পার্শ্বে মন্ত্রীরটেকগামী রাস্তার মুখে ছোট পুলের উপর হাতেনাতে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে ১১০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি সিএনজি চালিত অটো রিক্সাসহ ৪ অপরাধীকে এই সমস্ত অবৈধ সরঞ্জাম সহ গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো: নুর নবী প্রঃনুরুন নবী(৩৫) সাং-উত্তর মোহাম্মদপুর,থানা:- সেনবাগ মো:মিলন হোসেন(৩০) সাং-দেবিসিংহপুর, শাহীনুর আলম চৌধুরী(২৮) সাং-পূর্ব কাদিরপুর থানা:- বেগমগঞ্জ, মনিরুল ইসলাম প্র:ছাব্বির(২৫) সাং-দেবিসিংহপুর, সর্বজেলা:- নোয়াখালী সহ আরো দুটি পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়, মো:এমাম হোসেন প্র:সুমন(৩১) সাং- ২ নং কেশারপাড় থানা:-সেনবাগ, নোয়াখালী। ফৌ:কা:বি ৫৪ ধারায় গ্রেফতারকৃত আসামী, জিআর নং-০৯/২৪ এর ওয়ারেন্ট ভুক্ত আসামি।
মাদক ব্যবসায়ী আসামী কুতুব উদ্দিন ফরহাদ সাং-নবীপুর থানা:- সেনবাগ,জেলা-নোয়াখালীসহ সর্বমোট ০৬জন আসামিকে গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ থানায় কর্মরত অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান এ সময়
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,
গ্রেফতারী পরোয়ানা তামিল ও নিয়মিত মামলার আসামী গ্রেফতারসহ মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত আমাদের সেনবাগ থানা প্রশাসন তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।