মঙ্গলবার ৫ই ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলার সামাজিক বন বিভাগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বিরামপুর বন বিভাগের কর্মকর্তা নিশিকান্ত মালাকারের সভাপতিত্বে বৃহত্তর দিনাজপুর ও রংপুর অঞ্চলের বাস্ততন্ত্র রফা প্রকৃতি পর্যটন সম্ভাবনা সমীক্ষাস্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলার সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর পৌরসভার নগরপিতা পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল মন্ডল ,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, বন বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নগরপিতা পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন,
পরিবেশ, বন ও প্রাণ-প্রকৃতি রক্ষা সবার নৈতিক দায়িত্ব’ পরিবেশ রক্ষা ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণের উপর জোরালোভাবে বক্তব্য রাখেন । এছাড়াও তিনি আরো
বলেন, ২০১১ সালে পরিবেশ, বন ও প্রাণ-প্রকৃতি রক্ষার বিষয়টি সংবিধানে সন্নিবেশ করা হয়েছে।
“আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ দায়িত্ব (পরিবেশ রক্ষা) আমাদেরকেই নিতে হবে।