নোয়াখালীর স্থানীয় পত্রিকা দৈনিক নয়া পৃথিবীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পবিার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো. জসিমের সঞ্চালনায় এবং দৈনিক নয়া পৃথিবীর প্রকাশক ও সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রধান অতিথি নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি।
বিশেষ অতিথি- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু,নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, পৌর বিএনপির সভাপতি মো. আবু নাসের, সিরিয়র সহ-সভাপতি ওমর ফারুক, জেলা শ্রমিক দলের সভাপতি মো. দেলোয়ার কমিশনার, নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের পরিচালক সাইফু্ল ইসলাম, নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত সহ অনেকে।
বক্তারা বলেন, গণমাধ্যম স্বাধীন, তারা স্বাধীনভাবে কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, জনদুর্ভোগসহ সকল অঙ্গনে সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। বিগত সরকারের আমলে বিরোধী দলগুলোর প্রতি নানা নির্যাতন-নিপীড়ন চালিয়েছিল, গণমাধ্যকে জিম্মি করে রেখেছিল। ৫ আগস্টের পর পুনরায় গণমাধ্যম তাদের আগের চেহারায় ফিরে এসেছে।
তারা আরো বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে দেশের সকল অনিয়ম, দুর্নীতি, অপরাধ বন্ধ হবে নিমিষেই এবং সকল উন্নয়ন, জনদুর্ভোগ, নানা সমস্যা তাদের লেখনির মাধ্যমে উঠে আসবে। আজ আমরা যা দেখি সকল ঘটনা সাংবাকিদরাই তুলে ধরেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক এমবি আলম, নাসির উদ্দিন বাদল, এ আর আজাদ সোহেল, আকবর হোসেন সোহাগ, মো. সোহেল বাদশা,আব্দুল মোতালেব,ইকবাল হোসেন সুমন,সুমন ভৌমিক,ফয়জু্ল ইসলাম জাহান, বাবুল, বিধান ভৌমিক সহ প্রমূখ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।