চট্টগ্রাম সীতাকুণ্ড প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের ডেপুটি এর্টনী জেনারেল অ্যাড.সাইফুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
২১ সেপ্টেঃ শনিবার দুপুর ২টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুপ্রিম কোর্ট এর্টনী জেনারেল অফিসের ডেপুটি এর্টনী জেনারেল অ্যাডভোকেট মোঃ সাইফুর রহমান প্রেসক্লাবের সাবেক সদস্য অষ্ট্রিয়া প্রবাসী শাহ্ নেওয়াজ বিপ্লবের বাসায় আসলে সেখানে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সৈয়দ ফোরকান আবুু,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে অন্যান্য নেতৃবুন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেন।
এ সময় উপস্হিত ছিলেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত,বার বার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,দপ্তর সম্পাদক আবুল খায়ের,সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুল,সাংবাদিক ইকবাল হোসেন রুবেল,সৌদি প্রবাসী সোহরাব হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম সুমন,বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নেওয়াজ প্রমূখ।প্রেসক্লাবের নেতৃবৃন্দকে এর্টনী জেনারেল মিষ্টি মুখ করানোর পর নেতৃবৃন্দও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এসময় তিনি বলেন, সাংবাদিকগন যেকোন সময় যেকোন বিষয় আইনী বিষয়ে সহযোগীতা চাইলে আমি অবশ্যই দেবো,আমার অফিস সাংবাদিকদের জন্য সব সময় উন্মুক্ত।