মারধর ও ভাঙচুরের ঘটনার নিরাপত্তাহীনতার কথা বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। আজ রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে বন্ধ রয়েছে হাসপাতালের জরুরি বিভাগ।
আজ সকাল থেকে শুধু জরুরি বিভাগই নয়, ঢামেকে পুরো চিকিৎসা কার্যক্রমই বন্ধ ছিল বলে জানা গেছে। তবে সকাল এগারোটা থেকে চিকিৎসা কিছুটা চালু হয়েছে।
এর আগে গতকাল শনিবার নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধর করা হয়। এ ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আল্টিমেটাম দেন। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।
জানা যায়, শনিবার রাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। পরে অন্য আরেক গ্রুপ দেশীয় ধারালো অস্ত্রসহ হাসপাতালে জরুরি বিভাগের ভেতর ঢুকে যায়। এ সময় হাতেনাতে চারজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় কর্তৃপক্ষ। পরে অন্য আরেক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের অনস্টপ ইমারজেন্সি সেন্টারে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা।
এদিকে আল্টিমেটামের ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান তারা। আর রোববার সকাল থেকে জরুরি বিভাগের টিকিট কাউন্টার বন্ধ বলে জানা গেছে।