‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর সভাপর মেয়র মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।
এসময় কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমনসহ পৌর কাউন্সিলর, উপজেলা ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।