দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করনের লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন।
১০ আগস্ট, শনিবার বিকেলে পাঁচটায় হাকিমপুর থানা চত্বরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ।
লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, হাকিমপুর থানার স্বাভাবিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য বিজিবি সার্বিকভাবে সহযোগিতা করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০ বিজিবির উপ-সহকারী পরিচালক (এডি) মিজানুর রহমান, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন পিপিএম, পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম, হিলি সিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান, এসআই আরিফ হোসেন, সাদ্দাম হোসেন, মোস্তাফিজুর রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।