নোয়াখালীর বিভিন্ন উপজেলায় আজ ১১ আগস্ট রোববার সকাল থেকেই যানজট নিরসনে ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী কর্মীরা ব্যাপক উদ্যোগ নিয়ে কাজ করছে। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের ক্লান্তিলগ্নে জনসাধারনের পাশে দাঁড়িয়েছে ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সদস্যরা জানান, গত ৬ আগস্ট থেকেই আমরা চাটখিল বাজার, সোনাইমুড়ি বাইপাস, জয়াগ বাজার, আমিশাপাড়া বাজার ও দেউটি বাজারসহ বিভিন্ন বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে আসছি। তাছাড়াও সন্ত্রাসী হামলায় অগ্নিসংযোগে যতগুলো বাজার ক্ষতিগ্রস্থ হয়েছে তা পরিস্কার-পরিচ্ছন্নতার কাছে পাশে ছিলাম।
প্রতিষ্ঠানটির উপদেষ্টা মো: আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের বর্তমান চলামান পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রীর নব নিযুক্ত সরকারকে সহায়তা করার লক্ষ্যে সোনাইমুড়ি দেউটিতে অবস্থিত ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশন বিগত ৬ তারিখ থেকে আজ পর্যন্ত সোনাইমুড়ি এবং চাটখিল উপজেলায় বিভিন্ন সড়কে যানজন নিরসনে ট্রফিকের দায়িত্ব, হিন্দু পরিবারদের মন্দির পাহারা ও তাদের পাশে দাড়ানো, বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন দপ্তরের লোকজনকে সহযোগিতা করে আসছে। এছাড়াও এই ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, গরীব এবং দুস্থদের চিকিৎসা সেবার ব্যবস্থাকরণ, গরীব মেয়েদের বিবাহের ব্যবস্থা করা, আত্মকর্মসংস্থান প্রদানের ক্ষেত্রে গরীবদের জন্য অটোরিক্সা প্রদান, মেয়েদের জন্য সেলাই মিশিনের ব্যবস্থা, বেকার যুবকদের জন্য কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন জনসেবা কার্যক্রম চালু রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, সদস্য মোহাম্মদ শাহজাহান, উপ-সদস্য রিয়াজ হোসেন, রাসেল প্রমূখ।