চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ শুভ উদ্ভোদন করেন উপজেলা প্রশাসন, শিবগঞ্জ, রিপাইনবাবগঞ্জ
পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সুনাইন বিন জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান-আল-ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. রবিউল খান নয়ন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। মেলায় ফলজ, বনজ, ঔষধি ও বিভিন্ন জাতের শাক-সবজি এবং ফুলগাছ সহ আধুনিক প্রযুক্তির উন্নতমানের কৃষি সরঞ্জামসহ মোট ১৮ টি স্টলের আয়োজন ছিলো। মেলার শুরুতে র্যালি অনুষ্ঠিত হয় এবং উদ্বোধন শেষে প্রতিটি স্টল পরিদর্শন করেন অতিথিরা। এসময় শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান বলেন, মেলায় আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন প্রজাতির গাছের উপস্থিতি রয়েছে। মেলা চলাকালীন সময়ে উপস্থিত হয়ে বিভিন্ন প্রজাতির গাছ-পালা উৎপাদন, পরিচর্যা ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে জানতে পারবে কৃষকরা।