শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জগন্নাথপুরে পুরাতন বাঁধের মাটি কেঁটে চলছে ২৭নং ফসল রক্ষা বাঁধের কাজ  মধুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বড়দিনের উৎসব  বাগাতিপাড়ায় আনন্দমুখর পরিবেশে বড়দিন উৎসব অনুষ্ঠিত দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে বহু ওলী আউলিয়াদের আত্মত্যাগ,বড় ভূমিকা পালন করছে, পীর গোলাম ইস্তারশিদ কাদরী মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা  নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা সরিষাবাড়ী সেবা ও কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শ্যামনগরে রাষ্ট্রকাঠমো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে যুব দলের উদ্যোগে লিফলেট বিতরণ বুড়িগোয়ালিনীতে ইউনিয়ন আমীরের শপথ ও ইউনিয়ন টিম গঠন অনুষ্ঠিত  জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কোম্পানীগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত

নড়াইলে প্রবাসী সাংবাদিকের পরিবারকে প্রাণনাশের হুমকির ঘটনায় বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

নড়াইল প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮২ Time View

সংবাদ প্রকাশের জেরে নড়াইলে প্রবাসী সাংবাদিকের পরিবারকে প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে- সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রাজপথে থাকা দেশের বৃহৎ সাংবাদিক সংগঠন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)”।

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামের সৌদি প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আমিনুর রহমানের বাবা-মা সহ পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে এলাকার সহিদ, শিমুল, ইউসুফ ওরফে কালা ইছু, লিটন ও কাদের সহ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দূর্বৃত্তদল।
গত ১০ জুলাই  বুধবার সকালে নিধিখোলা গ্রামস্থ প্রবাসী সাংবাদিক মোঃ আমিনুর রহমানের বাড়িতে গিয়ে তার বাবা-মা সহ পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি দেয় ওই সংঘবদ্ধ দলটি।

সাংবাদিক আমিনুর রহমান ওই গ্রামের মোঃ খায়রুল মোল্যার ছেলে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তার বাবা-মা সহ পরিবারটি

হুমকির খবর পেয়ে সাংবাদিকদের একটি টিম ঘটনার দিনই সরেজমিনে গিয়ে জানা যায়, চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে ঘিরে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

” প্রার্থীদের মধ্যে কেউ একজন ছাগল চোর” এমন মন্তব্য করে তাকে ভোট না দেওয়ার অনুরোধ জানিয়ে জনৈক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করে।

ফেসবুক পোস্টের সুত্র ধরে সৌদি প্রবাসী সাংবাদিক সরকারী নিবন্ধনের আবেদনকৃত অনলাইন আমিন টেলিভিশনের নির্বাহী সম্পাদক মোঃ আমিনুর রহমান ওই প্রার্থীর নাম জানতে চাওয়ায় একই গ্রামের সহিদ মোল্লার ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ মোল্লা ফেসবুক ম্যাসেঞ্জারে গিয়ে সাংবাদিক আমিনুর রহমানকে অকথ্য ভাষা ব্যবহার করে গালিগালাজ সহ প্রাণনাশেরও হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় তথ্য প্রমাণাদী নিয়ে ভিডিওসহ একটি সংবাদ প্রকাশ করে আমিনুর রহমান। সংবাদ প্রকাশের জের ধরে কথিত ওই ছাগল চোর প্রার্থীর সমর্থক এবং চুরির কাজে সহযোগী মোহাম্মদের বাবা সহিদ, ভাই শিমুল, চাচা ইউসুফ ওরফে কালা ইসু, চাচাতো ভাই লিটন ও কাদের সহ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দূর্বৃত্তদল আমিনুরের বাড়িতে গিয়ে তার বাবা-মা সহ পরিবারের সদস্যদের মারতে উদ্যত হয় এবং অকথ্য ভাষা ব্যবহার করে গালাগালি করে। এছাড়া “২ দিনের মধ্যে প্রকাশিত সংবাদটি ডিলিট করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে” মর্মে আল্টিমেটাম দেয়। নাহলে প্রাণনাশের হুমকি দিয়ে সংঘবদ্ধ দলটি চলে যায়।

এবিষয়ে জানার পর নড়াইলের সাংবাদিকদের একটি টিম বক্তব্য নিতে অভিযুক্তদের বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।

পথিমধ্যে রাস্তায় অভিযুক্তদের একজন ইউসুফ ওরফে কালা ইসু’র সাথে সাংবাদিকদের দেখা হয়। ঘটনা ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে, তিনি সত্যতা স্বীকার করেন।

এদিকে বাড়িতে গিয়ে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকিসহ উক্ত হীন ঘটনায় ফুঁসে উঠেছে সারাদেশের সাংবাদিকরা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে নড়াইলের মাননীয় পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মোঃ ছগীর আহমেদ সহ সকল কেন্দ্রীয় ও কার্যনির্বাহী পর্ষদ এবং জেলা-উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102