নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের তেনাছেরা গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে। নিহত ওই গৃহবধূ একই গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান,শিউলীর বাড়ীতে চারদিন যাবৎ অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে রাত্রীযাপন করছিলো। কিন্তু অজ্ঞাত ওই মামার এখন হদিস পাওয়া যাচ্ছে না। লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ###