নাটোরের লালপুরে সরকারি কর্মকর্তা কর্তৃক রাস্তার পাশে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলার বিলমাড়ীয়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিলমাড়ীয়া ইউপি সদস্য লিব্বাস আলী। মানববন্ধনে স্থানীয় জনগণ গাছ কাটার প্রতিবাদে তীব্র নিন্দা জানান স্থানীয় বাসিন্দা ও বড়াইগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মরত ফাল্গুনী হক ইতির বিরুদ্ধে।
উল্লেখ্য উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নওপাড়া-বিলমাড়ীয়া সড়কের পাশে রবিউলের মোড়ে সরকারি জায়গায় একটি বট গাছে গত মঙ্গলবার (২৫) রাতে স্থানীয় বাসিন্দা ও বড়াইগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মরত ফাল্গুনী হক ইতি কেটে নিয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে বেশ ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা এর বিচার চেয়ে সহকারি কমিশনার (ভূমি) লালপুর বরাবর আবেদন করেছে।
লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার বলেন এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে, আমাদের সার্ভেয়ারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।