পাগলা – জগন্নাথপুর- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা সেতুর ওপর ২৬ জুন বুধবার রাত ১১ টায় মালবাহী ট্রাক চাপায় সিএনজি অটোরিকশা চালক দবির মিয়া (৩০) নিহত হয়েছেন। নিহত দবির মিয়া জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকার চান্দ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২৬ জুন ( বুধবার) রাত অনুমান ১১ ঘটিকার সময় সিএনজি চালক দবির মিয়া সিএনজি চালিয়ে সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর আসার সময় কলকলিয়া ইউনিয়নের খাসিলা ব্রীজের দক্ষিণ পাশে পৌছিলে বিপরীত দিক হইতে আসা বেপরোয়া দ্রুত গতির পণ্যবাহী ট্রাক, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-১৬-০২০৬ ও সিনএজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হলে, সিনএজি অটোরিক্সা চালক মোঃ দবির মিয়া গুরুতর আহত হন। আশপাশের লোকজন সিএনজি চালককে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আহত সিএনজি চালকের আত্মীয় স্বজন চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও ট্রাক চালক টিপু সুলতানকে আটক করে। আটক ট্রাক চালক টিপু সুলতান নোয়াখালী জেলার সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া
(কাদের চৌকিদার বাড়ীর)জসিম উদ্দিন এর পুত্র। এই ব্যাপারে নিহত ট্রাক চালক দবির মিয়ার স্ত্রীর তামান্না বেগম জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকের মৃত্যুর সংবাদে জগন্নাথপুর উপজেলার সকল সিএনজি অটোরিকশা চালক সহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।