পথচারীদের জন্য একটু ছায়ার আশায় এক ভ্যান চালক প্রায় এক বছর আগে লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নের নওপাড়া-বিলমাড়ীয়া সড়কের রবিউলের মোড়ে সরকারি জায়গায় একটি বট গাছের চারা রোপণ করেছিল, চারাটি বেশ বড় হয়ে উঠছিল, স্থানীয় লোকজন গাছটির পরিচর্যা করতো। কিন্তু মঙ্গলবার (২৫ জুন) রাতে স্থানীয় বাসিন্দা ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ফাল্গুনী হক ইতি বটগাছের চারাটি কেটে নিয়ে গেছে বলে তার বিরুদ্ধে সহকারি কমিশনার (ভূমি) লালপুর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।
এঘটনায় রবিউলের মোড়ের কাঠ মিস্ত্রী বিভিশন কুমার বলেন, গাছটিকে আমি সহ অনেকে নিয়মিত পরিচর্যা করত।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য লিব্বাস আলী বলেন, এদের বাপ চাচাদের কাজ সরকারি জায়গা দখল করা, এ গাছটি বড় হচ্ছিল সরকারি জায়গায়। পরিবেশের জন্য গাছটি উপকারি হতো। এ অন্যায়ের বিচার দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে ফাল্গুনী হক ইতি গাছ কাটার কথা স্বীকার করেন এবং জায়গাটি তার নিজের বাবার বলে দাবি করেন।
আরেক ইউপি সদস্য লাল মোহম্মদ লালু গাছ কটার তীব্র নিন্দা জানিয়ে বলেন জায়গাটি কোনভাবেই তারা নিজের দাবি করতে পারে না জয়গাটি সরকারি রাস্তার।
এবিষয়ে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার বলেন আমার কাছে যদি আবেদন দিয়ে যায় আমি বিষয়টি দেখবো।