সুনামগঞ্জের জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে বাড়ির সামনে নৌকা রাখাকে কেন্দ্রে করে দুপক্ষের সংর্ঘষে ১০ জন আহত হয়েছেন । রোববার (২৩ জুন)সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জগদীশপুর গ্রামের গোলাম রব্বানীর পুত্র ঈমান আলীর সঙ্গে একই গ্রামের ধন মিয়ার মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধের জেরে রোববার সকালে বাড়ির সামনে নৌকা রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন দেশী অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এতে উ়ভয় পক্ষের ১০ জন আহত হয়।