টাঙ্গাইলের মধুপুর উপজেলার মানবতার ফেরিওয়ালা খ্যাত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান ৭ম বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
২০২৪ সালের মনে মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদান ও ওয়ারেন্ট তামিলে সেরা সাফল্যের জন্য তাকে পূরষ্কৃত করেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিপিএম।
মোল্লা আজিজুর রহমান জানান, এ সাফল্য আমার সকল সহকর্মী সহ প্রিয় মধুপুরবাসীর সহযোগিতার ফল। সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। সকলের সহযোগিতা পেলে আগামীতে আরও ভালো কাজের প্রত্যাশা করেন তিনি । তিনি মধুপুরবাসীর দোয়া ও সহযোগিতা নিয়ে জনগনকে আরও ভাল সেবা প্রদান করবেন বলে জানান।