লালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা সহ আওয়ামীলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
বুধবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, নর্থবেঙ্গল সুগারমিল, শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের পুষ্পস্তবক অর্পণ, র্র্যালী ও সকল ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরাবতা পালন ও দোয়ার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছিম আহমেদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্তজা লিলি, অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, দৈনিক যুগান্তর এর লালপুর উপজেলা প্রতিনিধি প্রভাষক মোঃ সাহীন ইসলাম, লালপুর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবদুল মোতালেব রায়হান,
সহ-সভাপতি সালাহ উদ্দিন, আব্দুর রশিদ মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, মোঃ জামিরুল ইসলাম মাষ্টার, ফারহানুর রহমান রবিন, শিমুল আলী,জামিল হোসেন, সজিবুল ইসলাম রিদয়, শরীফুল ইসলাম, নুহুউল্লাহ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।