লালপুরে নিজ বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ভ্যানের সঙ্গে দুর্ঘটনায় আহত হয় শিশু আফরিন খাতুন (০৩) নিহত হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,
শনিবার (১ জুন) সকাল ১০ টার সময়
নিজ বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ভ্যানের সঙ্গে দুর্ঘটনায় আহত হয় শিশু আফরিন খাতুন। পরবর্তীতে পরিবারের লোকজন দ্রুত গোপালপুর মুক্তার জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠায়। রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় (২ জুন) মৃত্যুবরণ করে। নিহত আফরিন খাতুন লালপুর উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারীপাড়া গ্রামের মোঃ আতিয়ার রহমানের মেয়ে।