রক্তে রঞ্জিত একুশ
মো: ইমাম আলী
সময়ের সাধনা একুশ মানে রক্তে রাঙা।
একুশ মানে রক্তের চেতনা,
একুশ মানে বুকে চেপে থাকা উউত্তেজনা।
একুশ মানে বুলেটের আঘাটে তাজা রক্তদান
সময়ের সাধন একুশ মানে রক্তে রাঙা।
একুশ মানে রফিক, সালাম, জব্বার,
একুশ মানে মায়ের কোল খালি করে চলে যাওয়া যুবকটি।
একুশ মানে নাম, অজানা স্কুল কলেজের ছাত্রটি।
একুশ মানে অ, আ ও ক, খ,ভাষাটি
সময়ে সাধনা রক্তে রঞ্জিত একুশ সূর্য রক্তে