সুনামগঞ্জ জেলার অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদিনাতুল খাইরী ইসলামীর চেয়ারম্যান, লন্ডন প্রবাসী মাওলানা শায়েখ ফয়েজ আহমদ এর প্রতিষ্ঠিত জগন্নাথপুর উপজেলার পৌর শহরের মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার হিফজ সমাপনী ও হাফেজ ছাত্রদের বিদায় উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে মাদ্রাসার হলরুমে
মাদরাসার শিক্ষা সচিব হযরত মাওলানা ফজলুর রহমান এর সভাপতিত্বে ও মাদ্রাসার ছাত্র হাফিজ মাহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হযরত মাওলানা মাহবুবুল আলম,হযরত মাওলানা হাফিজ আব্দুর রহমান, মাওলানা মুফতী জুনাঈদ আলম , হজরত মাওলানা মুফতী মিছবাহ উদ্দিন, হযরত মাওলানা জসিম উদ্দিন,মাওলানা মোছাদ্দিক আহমদ, মাষ্টার ফারহান আহমদ, মাষ্টার মোহাম্মদ আলী প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক ও ছাত্র উপস্হিত ছিলেন।
উল্লেখ্য এই বছর হাফিজ মোঃআব্দুর রাহিম, হাফিজ মোঃ আব্দুল মুক্তাদির, হাফিজ মোঃ ইসমাঈল হাসান, হাফিজ মোঃ আল আমিন আহমদ, হাফিজ মোঃ মাহদীব হাসান, হাফিজ মোঃ ইকরাম আহমদ, হাফিজ মোঃ বুরহান আহমেদ, হাফিজ মোঃ আবু উবায়দা সিদ্দিকী, হাফিজ মোঃ আব্দুল করিম, হাফিজ মোঃ মামুনুর রশীদ মামুন, হাফিজ মোঃ মাহিদুল ইসলাম, হাফিজ সৈয়দ তাওহিদ আহমদ, হাফিজ মোঃ আবু সাঈদ হিফজ সম্পূর্ণ করেন।
বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শায়েখ ফয়েজ আহমদ এর পক্ষ থেকে বিদায়ী ছাত্রদের কোরআন শরীফ, পাগড়ীসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।
পরিশেষে মাদরাসার পক্ষ থেকে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদরাসার শিক্ষা সচিব হযরত মাওলানা ফজলুর রহমান।